কপিলদেব সরকার
--------------------------------------------------------------------------------------------------------------
যাচ্ছি যত দূরে
দূর থেকে যাই আবার দূরান্তরে,
বাড়ছি কলেবরে।
বাড়ছে আমার খিদে,
রাক্ষুসে সেই খিদের চাড়ে আমি
খাচ্ছি গিলে সাতপুরুষী ভিটে,
খাচ্ছি কুরে কুরে,
খাচ্ছি স্মৃতি, সস্তা এবং দামি।
ঘুণ লেগেছে, শব্দ অহরহ
খাচ্ছে তারা এখন আমায়, একান্তে, প্রত্যহ
বুকের খাঁজে, রক্তকণাস্রোতে
তুলছে মাথা অতল চোরাবালি
সেই পাখিটা, খড়কুটো যে আনত বয়ে ঠোঁটে
তারও বাসা খালি
ঘুণকে নিয়ে স্বপ্ন দেখি, ঘুণের মত ভাবি,
আর কি বাকি? কাল তবে কি খাবি?
একরোখা এ খিদে
বাড়বে বলে বেড়েই চলে সিধে
সর্বগ্রাসী, দানোয়-পাওয়া ঘুণে
আঁচ জ্বালে উনুনে,
আমায় বলে, কিছু না পাস যদি
দেবার তোকে এমন কারো হদিশ
আজও আছে -
সে তোর শূন্যতা,
আমার সাথে সে তোর সমঝোতা।
osadharon
ReplyDelete