নাটক





স্থান - করনা আক্রান্ত কোনো এক শহর
কাল - করনা মহামারীর যুগ
পাত্র - করনা জনিত lock-down এ গৃহবন্দী কিছু মানুষ


[আমেরিকার কোনো এক বাঙালীবহুল রাজ্যের কথা , যেখানে মানুষজন মাসে আট দশটা পার্টি করেই থাকে । কোনো এক বিপজ্জনক ভাইরাস এসে বসন্ত কালটা মাটি করে দিয়েছে , কিন্তু সবাই আশা করে রয়েছে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে, এবং সমস্ত বাঙালি আবার আগের জীবনে ফিরে যাবে / এইসময়ে কিছু ফান্ড raising এর প্রচেষ্টায় বাঙালি সমাজ ]


[করোনা ভাইরাস সংক্রামিত সমাজে দুর্গোৎসব।  কি ভাবছে এখন বাঙালি সমাজ? অসুর আর দুর্গাই বা কি ভাবছেন? ]


[যে বলেছিলো তিরিশ এর আগে গাড়ি হবে, পঁয়ত্রিশ এর আগে বাড়ি হবে , সেই জ্যোতিষী ? হ্যা । মনে আছে আমার মৃত্যু নিয়ে কি বলেছিলো? কি যেন বলেছিলো? রাজবন্দী হয়ে মৃত্যু হবে না কি একটা]

No comments:

Post a Comment

বিদেশে বাণী বন্দনা

  প্রবাসী বাঙালিদের মধ্যে, বিশেষত আমেরিকার প্রবাসী বাঙালিদের মধ্যে , বাঙালিয়ানা আর সংস্কৃতি নিয়ে চর্চা টা একটু বেশি রকমের হয়ে থাকে। কলকাতায় ...