কপিলদেব সরকার
এভাবেই সেও নিজেকে গুটিয়ে রাখত
এভাবেই একা গাঢ় বিছানার আবডাল
খুঁজে নিত , আর ভাবত
প্রজাপতি যদি নাই হতে পারি, লাভ কি
যদি না ছড়ায় আলো আলো আঁচ, লাভ কি
সেই ভয়ে ভীত কাফকার পোকাজন্ম
একা থেকে আরো একক, আত্মমগ্ন
কীট থেকে হলো জীবাশ্ম এক, প্রাক্তন
এভাবেই একা গাঢ় বিছানার আবডাল
খুঁজে নিত , আর ভাবত
প্রজাপতি যদি নাই হতে পারি, লাভ কি
যদি না ছড়ায় আলো আলো আঁচ, লাভ কি
সেই ভয়ে ভীত কাফকার পোকাজন্ম
একা থেকে আরো একক, আত্মমগ্ন
কীট থেকে হলো জীবাশ্ম এক, প্রাক্তন
সে তো নয়, তার সম্ভাবনাই থাকতো
হয়তো আকাশ-মাটি-জল জুড়ে দেখতাম
উড়ছে আগুন, কাতারে কাতার, উড্ডীন
হলদেটে আঁচ , আকাঙ্খাময়, তপ্ত
তুলে দিত ঝড়, ঝাপটায় চোখে লাগত
প্রজাপতি রোদ, স্থবিরের শীত চৌচির ।
সেতো নয়, তার সম্ভাবনাই আঁকতো
সংশয় থেকে বিশ্বাস, মাঝে শুধু এক পোকাজন্ম
হয়তো আকাশ-মাটি-জল জুড়ে দেখতাম
উড়ছে আগুন, কাতারে কাতার, উড্ডীন
হলদেটে আঁচ , আকাঙ্খাময়, তপ্ত
তুলে দিত ঝড়, ঝাপটায় চোখে লাগত
প্রজাপতি রোদ, স্থবিরের শীত চৌচির ।
সেতো নয়, তার সম্ভাবনাই আঁকতো
সংশয় থেকে বিশ্বাস, মাঝে শুধু এক পোকাজন্ম
No comments:
Post a Comment