Sunday, February 16, 2020

বাণীবন্দনার বিপদ

                                                                                                                                                              সূর্য্য

সরস্বতী পুজো মানেই মেয়েদের পরনে বাসন্তীর রঙ , আর ছেলেদের মনে বসন্তর রঙ । প্রথমে জানতাম যে পুষ্পাঞ্জলি একমুখী বা UNIDIRECTIONAL  ভক্ত রা সোজাসুজি দেবীর দিকে ফুল ছুড়ে দেয় । আরেকটু বড়ো হয়ে উপলব্ধি করলাম যে পুষ্পাঞ্জলি ব্যাপারটা মোটেই একমুখী নয় । পুষ্পাঞ্জলি দেয়ার সময়ে মাঝে মধ্যে দেখতাম ফুলগুলো সামনের দিকে না গিয়ে কখনো পাশে, কখনো পেছন দিকেও চলে যাচ্ছে।  পরে  বুঝলাম যে অনেকেই পাড়ার দেবীদের পুস্প নিবেদন করতেই বেশি উৎসাহী, তাদের উদ্যেশেই ফুলগুলো ছোড়া হচ্ছে। বাসন্তী কমলা বা হলুদ বস্ত্রাবৃতা পাড়ার দেবীরাও দেখতাম অনেকেই মুচকি হাসছেন তাদের ভক্তদের এই অঞ্জলি পেয়ে ।

সেই বাসন্তী কমলা বা হলুদ ইত্যাদি বর্ণ সমাগমের মাঝে ছোটবেলায় আমার এক বিপুল বিপর্যয় ঘটে গেছিলো। আমাদের পাড়ার একটি মেয়ে, যাকে আমি শুধুমাত্র স্কুল এর ফ্রক পড়তে দেখে অভ্যস্ত, সেও হলুদ শাড়ি পড়ে এসেছিলো পাড়ার পুজোয় অঞ্জলি দিতে । আমি চিনতে পারিনি, বলে ফেলেছিলাম "মাসিমা একটু SIDE দেবেন, ফুলটা   নিয়ে আসি"। উফফ, কি মার্ মেরেছিলো, হয়তো আচমকা প্রেম পত্র দিয়েও কেউ এতো মার্ খায়নি যা আমি খেয়েছিলাম সেদিন ।

সেই থেকে আমার শিক্ষা হয়ে গেছে। মেয়েদের বেশি সম্মান দিয়ে মাসিমা কাকিমা এইসব বলতে নেই,  এটা বুঝে গেছি। তারপর থেকে কোথাও কোনো অপরিচিত মেয়ে দেখলেই আমি "কি ? পরীক্ষা কবে?” কিংবা "কি ক্লাস কেমন চলছে?” টাইপ এর প্রশ্ন করে থাকি । আর তারাও এক গাল হেসে বলে "কি যে বলো, আমার কি আর কলেজ এ পড়ার দিন আছে, আমি এখন বিয়ে থা করে সংসার করছি"। তাও এবছর বিপদ এ পড়লাম। একজন অপরিচিত মেয়েকে জিগেশ করলাম "কি ? পরীক্ষা কবে?”। আর সেও তেলেবেগুনে জ্বলে উঠলো। "জাস্ট দুদিন হলো আমি ড্রাইভিং টেস্ট এ ফেল করেছি, আর সবাই এর মধ্যে জেনে গেলো? আমি কবে পরীক্ষা দেব, কবে ফেল করবো, তাতে সবাই এতো BOTHERED কেন? আমি কি কারোর কাছে লিফ্ট চেয়েছি?"

সুতরাং বোঝা যাচ্ছে , বেশি মাথা খাটিয়ে লাভ নেই। আপনার কপালে রাগ জুটবে নাকি অনুরাগ জুটবে - সেটা দেব না জানন্তি ক্যূত মনুষ্যায় - নিশ্চিন্তে থাকুন আর যা খুশি তাই করুন । সরস্বতী পুজো হোক বা যাই অনুষ্ঠান হোক , মনের খুশি তে উদযাপন করুন | 


No comments:

Post a Comment

বিদেশে বাণী বন্দনা

  প্রবাসী বাঙালিদের মধ্যে, বিশেষত আমেরিকার প্রবাসী বাঙালিদের মধ্যে , বাঙালিয়ানা আর সংস্কৃতি নিয়ে চর্চা টা একটু বেশি রকমের হয়ে থাকে। কলকাতায় ...