প্রথম দৃশ্য
************
১: এই নে (গ্লাস বা কাপ)
২: ও হা দাও
১: এতদিনে এলি তুই
২: পুজো তো আগামীকাল, নাকি?
১: হ্যা, ভাবছিলাম তুই দু একদিন আগে এলে জিনিস পত্র জোগাড় যন্ত্র করতে সাহায্য করবি , সে যাক যে , কালকে সকাল এ ফুল আর মিষ্টি টা কিনে আনিস
২: হা, নিশ্চই। আচ্ছা কি পুজো করছো যেন ? সত্যনারায়ণ নাকি মা সন্তোষী
১: সেকি রে, তোর মনে নেই, তোর জামাইবাবু শহীদ হয়েছিলেন এই দিন এ, প্রতি বছর এই দিনে পুজো করি
২: হ্যা হ্যা মনে আছে তো, মানে occasion টা জানতাম, কি পুজো সেটা ভুলে গেছিলাম
১: জামাইবাবু কত স্নেহ করতেন তোকে, তোকে সঙ্গে করে নিয়ে কলেজ এ ভর্তি করিয়েছিলেন, তুই সব ভুলে গেছিস না? রিসার্চ ছাড়া কিছুই মনে থাকে না তোর।
২: না না , ভুলিনি কিছু , আসলে এই রিসার্চ এর কাজ টা জামাইবাবুর ঘটনা র সঙ্গেই জড়িত
১: কিরকম?
২: জামাইবাবু র মতো কত সৈন্য দেশের বর্ডার রক্ষা করতে গিয়ে প্রাণ দেয়, কত সৈন্য আমাদের প্রতিবেশী সৈন্যের গোলাগুলিতে আহত বা নিহত হয়, আমার রিসার্চ এর কাজ সেইসব সৈন্যদের বাঁচিয়ে দেবে
১: বাহ্ , খুব অ্যাডভান্স কিছু ওষুধ বানাচ্ছিস নাকি, যেটা সঙ্গে সঙ্গে সাড়িয়ে তুলবে?
২: না , সেটা নয়। আমি একটা জিনিস বানাচ্ছি যেটা থাকলে আর এতো সৈন্য কে লড়তে হবে না, আমি একটা ভাইরাস বানাচ্ছি
১: ভাইরাস গিয়ে লড়াই করবে?
২: হ্যা, এটা খুব সংক্রামক আর সেইরকম মারাত্ত্বক ভাইরাস , একই সঙ্গে জ্বর স্বাসকষ্ট পেটখারাপ গা হাত পা ব্যাথা, সবকিছু হবে এটা
১: কি সাংঘাতিক
২: শুধু তাই না, এই ভাইরাস টা এমন ভাবে বানিয়েছি এটা মরুভূমির মতো গরম, আবার কাশ্মীর এর মতো ঠান্ডা , সব ক্লাইমেট এ বেঁচে থাকবে । অসম এর মতো বৃষ্টি ভেজা বা রাজস্থান এর মতো শুকনো পরিবেশ এ বেঁচে থাকবে
১: এরকম মারাত্মক জিনিস দিয়ে কি হবে
২: ভাব একবার, আমাদের দেশ এর সমস্ত বর্ডার এ এরকম ভাইরাস ছড়িয়ে রাখা থাকবে , কোনো শত্রু বা আতঙ্কবাদী ঢুকতে গেলেই এই ভাইরাস এর কবল এ পড়বে, আর ঐরকম জায়গায় চিকিৎসাও হবে না, সব বেটা মরবে
১: আর এই ভাইরাস ছড়াবে কে?
২: কেন? আমাদের সরকার। আমি পরশু দিল্লি যাবো, এই ব্যাপারে প্রতিরক্ষা দপ্তরে মিটিং আছে
১: সেকি তুই পরশুই চলে যাবি ? আমি ভাবলাম কটা দিন থেকে যাবি এবার
২: ফিরে এসে নাহয় একসপ্তাহ থেকে যাবো , ঠিক আছে? তোমার একমাসের মতো সব বাজার ও করে দিয়ে যাবো , ঠিক আছে ?
১: থাকে, তোর এই একসপ্তাহের গল্প বহু বছর ধরে শুনে আসছি। চল এখন ডিনার করে নিবি
দ্বিতীয় দৃশ্য
************
১: কিরে, তোর কালকে কখন ফ্লাইট
২: এই তো দুপুরে
১: তোর রিসার্চ এর কথা নিয়ে ভাবছিলাম , যেটা কালকে বলছিলিস
২: হ্যা, ভালো লেগেছে তো আইডিয়া টা? এরপরে আর আমাদের সৈন্য রা বর্ডার এ প্রাণ দেবে না
১: তোর মনে আছে জামাইবাবু কিভাবে শহীদ হয়েছিলেন ?
২: হ্যা, শুনেছিলাম তো উনি প্রায় চার ঘন্টা ধরে একটা আউটপোস্ট রক্ষা করছিলেন , প্রায় পঞ্চাশ জন জঙ্গির সঙ্গে লড়াই করেছিলেন , ঐজন্যই তো পরামবীর চক্র দেয়া হয়েছিল ওনার নাম এ
১: দু মাস আগে কার্গিল যুদ্ধর কুড়ি বছর উপলক্ষে একটা স্মরণসভা হয়েছিল, সেখানে গিয়ে জানতে পারলাম যে (থেমে যাওয়া )
২: কি জানতে পারলে ?
১: চার ঘন্টা ধরে ও ওই পোস্ট টা দখল করতে না পেরে শেষমেশ শত্রুপক্ষ থেকে ট্যাঙ্ক এর গোলাবর্ষণ করে , আর
২: বুঝেছি, ঐভাবেই জামাইবাবু শহীদ হয়েছিলেন
১: না, আর গোলাবর্ষণ এর পরে আর তোর জামাইবাবু মৃতদেহ ভালোভাবে খুঁজেই পাওয়া যায়নি , এতো গোলাবাজি হয়েছিল
২: তুমি দুঃখ করো না দিদি , আমার ভাইরাস এর প্রতিশোধ নেবে
এই ভাইরাস যদি বর্ডার এ ছড়িয়ে দেয়া হয়, সংক্রমণ এর ভয়ে শত্রুপক্ষের লোকজনের মৃতদেহ কেউ নিতে আসবে না , কোনো পাকিস্তানী জঙ্গিও তাদের মৃতদেহ সৎকার করতে পারবে না
১: তাহলে এই ভাইরাস টা আটকে দে, এটা ছাড়িস না
২: কেন? তুমি চাও না জামাইবাবুর মৃত্যুর প্রতিশোধ নেই ? জামাইবাবু একজন সম্মানীয় সৈনিক, একা পঞ্চাশজনের বেশি শত্রুকে উনি মেরে গিয়েছিলেন, আর তুমি এরকম দুর্বল কথা বলছো
১: উনি আরো পঞ্চাশটা পরিবারকে আমার মতো শোকসন্তপ্ত করে গেছেন, এটা ভাবলে তো দুর্বল লাগবেই
২: আমার ভাইরাস টা বর্ডার এ গেলে আর আমাদের সৈনিক রা এই ভাবে মরবে না, আর কারোর পরিবারকে এরকম তোমার মতো কষ্ট পেতে হবে না
১: কে বলেছে, ওই পাকিস্তান বা অন্যান্য জঙ্গিদের পরিবার, তারা তো আমার মতোই কষ্ট পাবে
২: কি মুশকিল, এটাই তো প্রগতির নিয়ম, যেই দেশ যত প্রগতিশীল, তারা ততো সহজে শত্রুবধে করবে, নিজেদের সৈন্য না হারিয়ে
১: প্রগতি মানে কি তার মানে শুধুই ধ্বংস? শুধুই লোক মারা ?
২: যুদ্ধক্ষেত্রে আর কি প্রগতি দেখাবো ?
১: কেন? এমন কিছু আবিষ্কার করা যায়না বিজ্ঞান দিয়ে যাতে মানুষের খাদ্যভাব চলে যায়? যাতে সব দেশের অর্থনীতি ভালো হয়, সব দেশ স্বয়ংসম্পূর্ণ হয় , তাহলে আর কোনো দেশ এর অন্য দেশ এর সঙ্গে যুদ্ধ করার দরকার হবে না
২: সারা পৃথিবীর সাম্যবাদী অর্থনৈতিক ব্যবস্থা করা কি বিজ্ঞান দিয়ে সম্ভব দিদি ? ওটার জন্য অনেক বড়ো রাজনৈতিক কাজকর্ম করতে হবে
১: তাহলে এমন কোনো ভাইরাস বানা না , যেটা মানুষকে শান্তি আর ভালোবাসার অনুভূতি গুলো বাড়িয়ে দেবে? প্যারিস না এমন কিছু বানাতে ?
২: কি যে বলো না তুমি (হাসতে হাসতে কাশি ) , এতো দুর্বল চিন্তা ধারা নিয়ে প্রগতি হয় না, এগোনোর জন্য সবসময়ে কিছু ক্ষতি তো স্বীকার করতেই হয় (আরো কাশি )
১: আমি জানি, আমি দুর্বল নোই, প্রগতির জন্য আমি তৈরী ক্ষতি স্বীকার করতে
২: যাক (কাশি ) ভালো, কিন্তু আমার কি হলো (আরো কাশি, হাঁপানি )
১: তোর চা এর কাপ এ আমি কিছু মিশিয়ে দিয়েছি রে, আর তুই দিল্লি পৌঁছাতে পারবি না
২: ( !!!!! )
১: মানুষ এর জীবন এর সঠিক মূল্য বুঝতে পারাটাই আসল প্রগতি , এই প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ানো তোর এই ভাইরাস কে আটকানো দরকার রে , তাই জন্য আমি আমার একমাত্র আত্মীয় একমাত্র আপনজনের ও বলিদান করতে বাধ্য হলাম রে, কিন্তু এটা আমাকে করতে হতো , তোর জামাইবাবুর জন্য, আর তোর জামাইবাবুর মতো আরো সমস্ত শহীদদের জন্য, সব মানবজাতির জন্য
No comments:
Post a Comment