প্রথম দৃশ্য :
১: কি হলো? এতো দেরি তোমার?
২: হ্যাপি আওয়ার এ গেছিলাম
১: আগে তো এইসব মোচ্ছব শুক্রবারে হতো , তোমরা আজকাল মঙ্গলবার থেকেই হ্যাপি আওয়ার করছো বুঝি ?
২: আসলে আমার প্রমোশন এর খবর টা আজকেই বেরোলো তো, সবাই তাই বললো যে আজকেই খাওয়াতে হবে
১: বাহ্, খুব ভালো খবর তো
২: হুমম
১: কি ব্যাপার ? প্রমোশন হলো, কিন্তু খুশির রেশ নেই দেখছি
২: বহুবছরআগে জ্যোতিষীর কাছে গেছিলাম, তার ভবিষ্যৎবাণীর কথা ভাবছিলাম
১: যে বলেছিলো তিরিশ এর আগে গাড়ি হবে, পঁয়ত্রিশ এর আগে বাড়ি হবে , সেই জ্যোতিষী ?
২: হ্যা । মনে আছে আমার মৃত্যু নিয়ে কি বলেছিলো?
১: কি যেন বলেছিলো? রাজবন্দী হয়ে মৃত্যু হবে না কি একটা
২: (হেসে) not exactly , বলেছিলো বন্দিদশায় মৃত্যু হবে, আমার মৃত্যুর কারণ - রাজমুকুট
১: যত্তসব গাঁজাখুরি কথা
২: আরে বাকি সব তো মিলে গেছে, আমার পাঁচ নম্বর প্রমোশন এর বছরেই মৃত্যু হবে বলেছিলো,
তাই চিন্তা করছি
১: চিন্তার কোনো কারণ নেই, এক যদি না তুমি ইংল্যান্ড এ গিয়ে রানী এলিজাবেথ এর মুকুট চুরি করার চেষ্টা করো,
২: ধুরর
১: চিন্তা করতেই হয় তো একটা প্লাম্বার ডাকার ব্যাপারে চিন্তা করো, বা বাড়ির লোন তা refinance করবে কিনা চিন্তা কর।।
দ্বিতীয় দৃশ্য :
১: এই তুমি টিকেট কেটেছ, ভাগ্নির বিয়ে তো পরের মাসে
২: এই সময় যাওয়া কি ঠিক হবে?
১: কেন ? এই সময়েতো ভালোই weather থাকে দেশে
২: আরে না, কলকাতায় আমাদের বাড়ি তো রানীকুঠি , সেখানে ওই এলাকায় যদি কোনো রাজা বা রানীর রাজমুকুট থেকে থাকে, সেই থেকে কেস খেয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো আছে এই বছরে
১: তাহলে রানীকুঠি যেতে হবে না, সোজা তোমার দিদির বাড়ি চলো এয়ারপোর্ট থেকে
২: এবাবা, ওদের বাড়ি তো মুর্শিদাবাদ , যদি নবাব সিরাজুদ্দোলার বা অন্য কোনো নবাব এর রাজমুকুট ওই এলাকায় থাকে? জানো তো এই বছর টা একটু সাবধানে থাকতে বলেছে
১: তাহলে তুমি বিয়েতেই যাবে না?
২: ওটাই ভাবছি যে কি করি, অফিস এও এতো কাজ এখন
১: আমি কিন্তু যাবো, এমনিও অনেক নতুন শাড়ি জমে আছে, একবার ও পরা হয়নি, আর আমেরিকায় বসে বসে বহু বিয়েবাড়ি মিস করেচি। আমার আর বাচ্চাদের টিকেট কেটে দিয়ো
তৃতীয় দৃশ্য :
১: কি হলো বোলো তো? আজকে ইমেইল এসেছে যে ফ্লাইট ক্যানসেল
২: হ্যা, ওই covid না করোনা কি যেন একটা অসুখ এসেছে, ইমার্জেন্সি ঘোষণা করেছে, তাই সব ফ্লাইট বন্ধ
১: কি হবে এবার
২: চিন্তা করো না, কতদিন আর চলবে, বড়োজোর কয়েক সপ্তাহ
১: কিন্তু বাচাদের স্কুল? মেয়েটার তো সামনের বছর হাই স্কুল , এতগুলো কামাই হলে নাম কাটিয়ে দেবে
২: আচ্ছা দাড়াও, আমি স্কুল এ কথা বলে রাখছি
চতুর্থ দৃশ্য
১: কি খবর ? আজকে তো দেখলাম নিউ ইয়র্ক এ আরো চারশো জন মারা গেছে
২: হুম, আমাদের জার্সি সিটি ও পিছিয়ে নেই, এখানের বেশিরভাগ লোক তো নিউ ইয়র্ক এই চাকরি করতো
১: দেড় মাস হতে চললো, তুমি কি খাওয়া দাওয়া করছো আজকাল
২: কি আর, মুড়ি কিংবা আলুসেদ্ধভাত, অথবা খিচুড়ি
১: সেকি? খাবার পাওয়া যাচ্ছে না নাকি?
২: পরশু তো বললাম, এক তলার ব্যাচেলর গুলোর ফ্লাট এ করোনা হয়েছে, আজকে শুনলাম সামনের ফ্লাট এর গুজ্জু ভাই এর হয়েছে। আমি এর মধ্যে আর বাড়ি থেকে বেরোনোর রিস্ক নিচ্ছি না
১: ঠিক আছে, সাবধানে থেকো , যা সব খবর দিচ্ছে, ভয় লাগে
শেষ দৃশ্য :
এখানে এখন বিকেল চারটে, জানি তোমাদের অনেক রাত । তাই ফোন না করে ভয়েস মেসেজ পাঠাচ্ছি। দুদিন ধরে জ্বরটা খুব বেড়েছে, তোমাদের কথাও খুব মনে পড়ছে। প্রায় তিন মাস হয়ে গেলো তোমরা নেই, মেয়েটার জন্মদিনটাও হয়ে গেলো (কাশি )
সবচেয়ে বেশি মনে পড়ছে ওই জ্যোতিষীর কথা, সত্যি এখন করোনা র ভয়ে বন্দীদশাতেই রয়েছি দুমাস ধরে (আরো অনেক কাশি ) আর সবচেয়ে মজার কথা কি জানো? ব্রাউস করে দেখছিলাম (কাশি ) এই করোনা শব্দ টা এসেছে ক্রাউন থেকে , এই ভাইরাস টা নাকি রাজমুকুট এর মতো দেখতে ( কাশি কাশি )
No comments:
Post a Comment